অষ্ট্রিয়া ভিয়েনার মুস্তারি ক্যাশ এন্ড ক্যারি এবং সবুজ বাংলার সহয়তায় নড়াইলে ত্রান বিতরন

নড়াইলে থেকে নিজস্ব প্রতিনিধিঃ আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে নড়াইলের রূপগঞ্জ বাজার সংলগ্ন খাদ্যগুদামে কর্মরত শ্রমিকদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং নড়াইলের রূপগঞ্জ বাজারের মুস্তারী কমপ্লেক্স কর্তৃপক্ষ ।
এ সময় উপস্থিত শ্রমিকদের উদ্দেশ্যে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন খাদ্য গুদামের কর্মকর্তা তরুণ বালা ও সংগঠনটির সদস্য মোঃ মিনহাজুল ইসলাম।
উক্ত কর্মসূচি সম্পর্কে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ বলেন, “দেশে করোনা ভাইরাস শনাক্ত হবার পর থেকেই আমরা আমাদের স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন জায়গা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। এছাড়াও কর্মহীন হয়ে পড়া লোকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আমাদের এসব কর্মসূচি আরও বেগবান করা হবে।”
এদিকে মুস্তারি ক্যাশ এন্ড ক্যারির সত্ত্বাধিকারী ইকবাল মুস্তারি টেলি কনফারেন্স এ বলেন এই মহামারী করোনার দুর্যোগে আমরা সব সময় নরাইলবাসীর পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য কে.এম রাহাদ নেওয়াজ, এস.এম শাহ পরান, মো:সোহাগ ফারাজী, আহম্মদ শাকিল, মিনহাজ্জুমান পরাগ, নাজমুস সাকিব, সাংবাদিক আল-আমিন প্রমুখ।
4,010 total views, 1 views today