প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাভার সরকারি কলেজের আর্থিক সহায়তা প্রদান

সাভার সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা বাবদ সাভার সরকারি কলেজের ১৩৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর একদিনের বেতনের সমপরিমাণ অর্থ মোট: ১,৪২,৫৭০/- (একলক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত সত্তর) টাকা অগ্রণী ব্যাংক লিঃ এর জাতীয় প্রেসক্লাব শাখার হিসাব নং ০২০০০০৯৩৮২৬০০ এ জমা করা হয়েছে।

এ বিষয়ে সরকারি সাভার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ইমরুল হাসান বলেন দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের সবারই উচিত কিছু করা, তারই ধারাবাহিকতায় আমাদের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কে।

 4,006 total views,  1 views today