বাংলাদেশে আরও ৩ জনের মৃত্যু এবং ৫৮জন করোনায় আক্রান্ত

ঢাকা থে‌কে মোঃ সো‌য়েব মেজবাহউ‌দ্দিনঃ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৩ জন মারা গে‌ছেন। এ নি‌য়ে বাংলা‌দে‌শে মোট মৃ‌তের সংখ‌্যা ৩০জন এবং মোট আক্রা‌ন্তের সংখ‌্যা ৪৮২জন। গত ২৪ ঘন্টায় ঢাকায় এবং ঢাকার বা‌হি‌রে ৯৫৪ জ‌নের নমুনা সংগ্রহ করা হয়।                            

আজ ১১ এপ্রিল শনিবার দুপুরে রোগতত্ত্ব,  রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বাংলা‌দে‌শে মোট মৃ‌তের সংখ‌্যা ৩০জন এবং মোট আক্রান্তের সংখ‌্যা বে‌ড়ে ৪৮২জন।

গত ১৮ মার্চ আইইডিসিআরের পক্ষ থেকে বাংলাদেশে করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়। এরপর থেকে আস্তে আস্তে বাড়তে থাকে আক্রান্ত ও মারা যাওয়া রোগীর সংখ্যা।

গতকাল আরও ৯৪ জনের শরীরে করোনা শনাক্তের কথা জানানো হয়েছিল। তার আগের দিন ১১২ জনের করোনা সংক্রমণের কথা জানানো হয়েছিল, যা আক্রান্তের সংখ্যায় একদিনে সর্বোচ্চ ছিল। আজকের ব্রিফিংয়ে নতুন করে ৫৮ জনের শরীরে করোনা শনাক্তের কথা জানানো হয় আইইডিসিআরের পক্ষ থেকে।

 3,646 total views,  1 views today