সাংবাদিকদের জন্য পিপিই ও অর্থ বরাদ্দের দাবী অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের

নিউজ ডেস্কঃ অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের  সভাপতি মাহবুবুর রহমান এবং অষ্ট্রিয়া থেকে প্রকাশিত ইউরো সমাচার পত্রিকার চীফ এডিটর আবেদ হোসেন খান তপন এক যৌথ বিবৃতিতে জানান, বাংলাদেশের সকল  প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য পিপিই ও অর্থ বরাদ্দের দাবী করেন । প্রেস ক্লাব এবং ইউরো সমাচারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী, তথ্য সচিব ও সংশ্লিষ্টদের কাছে এ দাবী জানান।                    
আজ ১১ এপ্রিল প্রেরিত বিবৃতিতে তাহারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ৭২ হাজার ৭৫০ কোটি টাকার বরাদ্দে সাংবাদিকদের জন্য কোন কথা ছিলো না, যা সত্যিই কর্মরত সাংবাদিকদের জন্য হতাশার এবং দুঃখ জনক । অথচ এই মহামারী করোনার সময় এই সাংবাদিকরা জিবন-মরন বাজি রেখে নিরলস কাজ করে যাচ্ছেন ।
অনতিবিলম্বে বরাদ্দ ও পিপিই প্রেরণের মধ্য দিয়ে অন্তত করোনার হাত এবং এই  পরিস্থিতি থেকে রক্ষার দাবী জানান, অষ্ট্রিয়া- বাংলাদেশ প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ এবং ইউরো সমাচার পরিবার ।   

 

 5,120 total views,  1 views today