করোনায় বাংলাদেশে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯
ঢাকা থেকে মহিবুর রহমান আদনানঃ করোনায় বাংলাদেশে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ৩৪ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২১ জনে। ১৩৪০ করোনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩৯ জন।
আজ রোববার ১২ এপ্রিল সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এ তথ্য জানান। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।
4,250 total views, 1 views today