সাভারে মৃত বাচ্চাটির রিপোর্ট করোনা নেগেটিভ


সাভার সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার:- আজ সকালে সাভার পৌর ছায়াবিথি এলাকায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করা ১২ বছরের শিশুর শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। আজ রোববার সকাল ৭ টার দিকে বাচ্চাটি মৃত্যুবরণ করেন।                            

ঘটনা জানাজানি হলে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ এএফএম সায়েদ এর নির্দেশে সাভার পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিনহাজ উদ্দিন মোল্লা উপস্থিতিতে বাড়িটি লকডাউন করা হয় এবং তাৎক্ষণিক সাভার উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্স এর করোনা টিম মৃতের বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করেন। এদিকে মৃতের বাবার সাথে কথা বলে জানা যায়, সাভারের একটি মাদ্রাসায় লেখাপড়া করতো তাঁর ছেলে। সেখানে ছেলেটির জ্বর এলে প্রায় ২০ দিন আগে তাঁকে সাভারের পৌর এলাকার আইচানোয়াদ্দা বাসায় আনা হয়। ছেলের অসুস্থতার জন্য সামাজিক ভয়ে বাসা পরিবর্তণ করে ছায়াবিথি এলাকায় তিনি চলে আসেন

 

গত ৮ এপ্রিল। এরই মধ্যে বিভিন্ন হাসপাতালে ছেলের চিকিৎসাও করান এবং ছেলেটি নিউমোনিয়ায় আক্রান্ত হয় বলে চিকিৎসকরা প্যাথলজি রিপোর্টে উল্লেখ করেন। রোববার সকালে বাসায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১২ বছরের এই শিশুর। এই মৃত্যুতে ছায়াবীথি এলাকায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হক জানান, মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয় এবং পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায় করোনা নেগেটিভ। বাচ্চাটির শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। তিনি আরো বলেন আতঙ্কিত না হয়ে ঘরে থাকুন, স্বাস্থ্য আইন মেনে চলুন।

 4,200 total views,  1 views today