২৭ বছরে পা দিয়েছে দ্বীপজেলার প্রথম দৈনিক আজকের ভোলা

ভোলা থেকে, ব্যুরো চীফ রিপন শানঃ ১২ এপ্রিল দ্বীপজেলা ভোলার প্রথম দৈনিক পত্রিকা ” দৈনিক আজকের ভোলা ” র জন্মদিন ।এবছর ভোলার ঐতিহ্যবাহী এ দৈনিকটি ২৬ বছর পূর্ণ করে ২৭ বছরে পদার্পণ করলো। ১৯৯৪ সালের ১২ এপ্রিলে পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন তথ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।                        

পরবর্তীতে প্রতিটি বর্ষপূর্তিতে আলোচনা সভা, শোভাযাত্রা, সাংবাদিকদের প্রশিক্ষণ ইত্যাদি অনুষ্ঠানমালার মাধ্যমে উদযাপন হতো আজকের ভোলার জন্মদিন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে মরণঘাতী ‘করোনা’ ভাইরাসের কারণে এবছর কোন অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি দৈনিক আজকের ভোলা পরিবার। ৫ বছর আগে থেকে ঘোষণা ছিলো , দৈনিক আজকের ভোলা’র রজত জয়ন্তীতে আজকের ভোলার পক্ষ থেকে ভোলাবাসীকে “ভোলা জেলার ইতিহাস” গ্রন্থ উপহার দেয়া হবে।                                 

এ ব্যাপারে দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন জানিয়েছেন- পাঁচ বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর রহমতে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরে হলেও আমরা এর ছয় শতাধিক পৃষ্ঠার পাণ্ডুলিপি প্রস্তুত করতে সক্ষম হয়েছি। কম্পোজ শেষ করে বর্তমানে তা মুদ্রণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমাদের ইচ্ছা ছিল এবারের বর্ষপূর্তি অনুষ্ঠানে ঢাকায় এবং ভোলায় অনুষ্ঠান করে ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে । দুর্ভাগ্যজনকভাবে করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে মুদ্রণ প্রক্রিয়া স্থগিত রাখতে হয়েছে। ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করবো। দেশ-জাতি তথা বিশ্ব আজ মহাসংকটে পতিত হয়েছে। পরম করুনাময়ের কাছে আমাদের বেশি বেশি আত্মসমর্পণ করতে হবে , তার কাছে সাহায্য চাইতে হবে। সৃষ্টিকর্তাই পারেন সৃষ্টিকে এই কঠিন সমস্যা থেকে মুক্তি দিতে।                

 

 দৈনিকটি আজকের ভোলা’র বর্ষপূর্তির দিনে সকল পাঠক , বিজ্ঞাপনদাতা,শুভানুধ্যায়ী বন্ধুদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছে আজকের ভোলা পরিবার ।                                        

এদিকে, ২৬ বছরের গৌরবোজ্জ্বল জীবনধারাকে অবলম্বন করে দ্বীপজেলার প্রথম দৈনিক আজকের ভোলা ভবিষ্যতের পথ পরিক্রমা অব্যাহত রাখতে পত্রিকার সম্পাদক প্রকাশক ও সংশ্লিষ্ট সকল সংবাদকর্মীকে ২৭ বছরে পদার্পণের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন-আজকের ভোলা পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে, অষ্ট্রিয়ার ভিয়েনা থেকে প্রকাশিত ইউরো সমাচার পত্রিকার চীফ এডিটর আবিদ হোসেন খান তপন এবং অস্ট্রিয়া-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইউরোসমাচার সম্পাদক মাহবুবুর রহমান, লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি ও  ইউরোসমাচার ভোলা ব্যুরো চিফ প্রভাষক কবি রিপন শান, লালমোহন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক ও ইউরোসমাচার লালমোহন প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজান হাওলাদার প্রমুখ ।

 4,126 total views,  1 views today