করোনায় বাংলাদেশে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮২ : স্বাস্থ্য অধিদপ্তর

ঢাকা থেকে মহিবুর রহমান আদনানঃ বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত হয়েয়েছে ১৮২ জন।
আজ সোমবার ১৩ এপ্রিল দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের মধ্যে ১৮২ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। সবমিলিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০৩ জনে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে।
