ত্রাণ বিতরণে কেউ কোন অনিয়ম করলে তাকে ছাড় দেয়া হবে না-এমপি শাওন

লালমোহন থেকে তপতী সরকারঃ দেশের সংকটময় মুহূর্তে ত্রাণ বিতরণে অনিয়ম কোন প্রকার অনিয়ম না করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক করেন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, ত্রাণ বিতরণে কেউ কোন অনিয়ম করলে তাকে ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগকালীন সময়ে যে পরিমাণ সহযোগিতা দিচ্ছেন, তা যদি সঠিকভাবে বন্টন করা হয় এবং গরীব অসহায় ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের মাঝে পৌঁছে দেয়া হয় তাহলে মানুষ অভাবে থাকবে না।                   

১৩ এপ্রিল দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে জেলে পূনর্বাসনের চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি শাওন বলেন, জেলেরা ঠিকমতো চাউল না পেলে তাদের না খেয়ে থাকতে হবে। তালিকা তৈরি করার সময় প্রকৃত জেলেদের নাম বাছাই করে নিতে হবে। তিনি সবাইকে শেখ হাসিনার ৩১ দফা মেনে চলার আহবান জানিয়ে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা মেনে চললে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে। জাতির সংকট মুহূর্তে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এছাড়াও এই দুর্যোগকালীন সময়ে সরকারী ত্রাণ বিতরণে অনিয়ম না করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক করেন এমপি শাওন। ত্রাণ বিতরণে কেউ কোথাও অনিয়ম করলে তার সে যে দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থান নেয়া হবে বলে জানান এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

 

এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মীর খায়রুল কবীর প্রমুখ।      

এছাড়াও সোমবার সকালে ভোলার লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জীবাণু নাশক ঔষধ ছিটানো ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন এমপি শাওন। এসময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মীর খায়রুল কবীর, ভারপ্রাপ্ত মেয়র জাহিদুল ইসলাম নবীনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

 4,502 total views,  1 views today