ভোলা লালমোহনের অতি পরিচিত মুখ ও সমাজসেবক খলিল মাস্টার আর নেই

ভোলা থেকে ব্যুরো চীফ রিপন শানঃ  লালমোহন পৌরসভার অফিস সহায়ক মোঃ ইকবাল হোসেনের পিতা এবং কর আদায়কারী এসএম ফারুকুল ইসলাম খোকন এর বড় ভাই নয়ানীগ্রাম নিবাসী আলহাজ্ব ইব্রাহীম খলিল মাস্টার হৃদক্রিয়া বন্ধ হয়ে  আজ ১৫ এপ্রিল,২০২০ দুপুর ১.৪০ ঘটিকায় ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি  রাজিউন)।                                                                                   

মরহুমের নামাজে জানাযা অদ্য বুধবার রাত সাড়ে ৮ টায় নয়ানীগ্রাম জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। লালমোহন পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এর পক্ষ থেকে গভীর শোক জানিয়ে মরহুমের  আত্মার মাগফেরাৎ কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।

এদিকে ভিয়না থেকে প্রকাশিত ইউরো সমাচার পত্রিকার সম্পাদক এবং লালমোহন মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান এক শোক বানীতে মরহুম খলিল মাষ্টারের আত্মার মাগফেরাৎ কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান । 

 

 6,468 total views,  1 views today