করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং আক্রান্ত ৩৪১

ঢাকা থেকে মোঃ সোয়েব মেজবাহউদ্দিনঃ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে রেকর্ড দশ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০ জনে। একই সময়ে নতুন করে রেকর্ড ৩৪১ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২১৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২০১৯টি নমুনা পরীক্ষা করে ৩৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
গত মার্চ মাসের ৮ তারিখে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

গতকাল পর্যন্ত ১২৩১ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর মৃতের সংখ্যা ছিল ৫০ জনে। গত ২৪ ঘণ্টায় আরও দশজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা পৌঁছালে ৬০। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৭২ জনে।