করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫জনের মৃত্যু, আক্রান্ত ২৬৬-স্বাস্থ্য মন্ত্রী

ঢাকা থেকে মোঃ সোয়েব মেজবাহউদ্দিনঃ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫জনের মৃত্যু হয়েছে এছাড়া ২১৯০ জনের নমুনা সংগ্রহ করে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৬৬ জন। মোট শনাক্ত ১৮৩৮জন।
আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রী ডাঃ জাহিদ মালিক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ৭৫ জন। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮৩৮ জনে। আরও সুস্থ্য হয়েছেন ৯জন, মোট সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন মোট ৫৮ জন।

স্বাস্থ্য মন্ত্রী বলেন আমরা বাংলাদেশে করোনা পরীক্ষার জন্য আরও ২০ টি ল্যাব স্থাপন করেছি। তিনি বলেন লোকজন করোনা বিষয়ের তথ্য গোপন করছে, ফলে নমুনা সংগ্রহ করা যাচ্ছে, করোনার জন্য আরও হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা মোকাবেলা সম্ভব । মন্ত্রী বলেন, করোনা পরীক্ষা করান, ঘরে থাকুন, ঘরে থাকুন, নিজে বাঁচুন, পরিবার পরিজনকে বাঁচার সুযোগ দিন।
5,292 total views, 1 views today