গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু


ঢাকা থেকে মোঃ সোয়েব মেজবাহউদ্দিনঃ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনাভাইরাসে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে। নতুন শনাক্ত হয়েছেন আরও ৩০৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪৪ জনে।
আজ শনিবার দুপুরে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানান। সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন ৮ জন। মোট সুস্থ্য হয়েছেন ৬৬ জন। ২৪ ঘন্টায় মৃত ৯ জনের ৬ জন ঢাকার, ২জন নারায়নগঞ্জের এবং ১জন সাভারের। ২৪ ঘন্টায় আইসোলেশনের নতুন ৬৬ জন সহ মোট আইসোলেশনে আছেন ৮৯৯ জন।
ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়। গতকাল জানানো হয় এখন পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫০০ জনের বেশি। বাকিরা বাসায় বা কোয়ারেন্টিনে চিকিৎসা নিয়েছেন। আইসিইউ সাপোর্ট নিয়েছেন ২৭ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
3,985 total views, 1 views today