১৯ এপ্রিল স্বরূপকাঠির বরেণ্য সমাজসেবক মজিবুর রহমান মাস্টারের ১৫ তম মৃত্যুবার্ষিকী
ভোলা থেকে ব্যুরো চীফ রিপন শানঃ পিরোজপুর জেলার স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিক ও সমাজসেবক মাস্টার মো. মজিবুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী ১৯ এপ্রিল। ২০০৫ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
মাস্টার মো. মজিবুর রহমান ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির (ফেডারেশন) পিরোজপুর জেলার সিনিয়র সহ সভাপতি, সেক্রেটারি ও নেছারাবাদ উপজেলার সভাপতি। তিনি আলকিরহাট হক উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি জাতীয় পার্টির একজন নিবেদিত নেতা ছিলেন। দীর্ঘদিন তিনি নেছারাবাদ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে তিনি সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখেন।
মাস্টার মো. মজিবুর রহমানের ১৫ তম মৃত্যুবার্ষিকীতে সবার দোয়া কামনা করেছেন মরহুমের জেষ্ঠ পুত্র ঢাকা নটরডেম কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক, দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ভাষাপ্রকাশ’র সত্বাধিকারী, সাহিত্য পত্রিকা কর্ষণ সম্পাদক কবি ও গবেষক ড. মিজান রহমান । দিনটিতে মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত ও সম্ভাব্য সামাজিক আয়োজনের মধ্য দিয়ে মরহুম মজিবুর রহমান মাস্টারকে স্মরণ করবে কর্ষণ সাহিত্য কেন্দ্র সহ বিভিন্ন সংগঠন ।
5,926 total views, 1 views today