না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা

ভোলা থেকে ব্যুরো চিফ,রিপন শানঃ ফেরদৌসী আহমেদ লিনা বাংলাদেশ   টেলিভিশনের জনপ্রিয় অভিনয়শিল্পী ও  উপস্থাপিকা ।তিন ঘণ্টা আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন  (ইন্নালিল্লাহী ওয়া ইন্না  ইলাইহি রাজিউন)। তাঁর দুটো কিডনীই ড্যামেজ ছিলো । অনেক দিন ধরে অসুস্থ ছিলেন।অনেক ভালো মনের মানুষ ছিলেন। 

১৯৭৫ সালে একটি টিভি বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন ফেরদৌসী আহমেদ লিনা।    ১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’।এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত নাটকগুলির মধ্যে অন্যতম ‘গুলশান এভিনিউ’, ‘নন্দিনী’, ‘ঘটক বাকি ভাই’, ‘নীল জোছনায় কালো সাপ’সহ হুমায়ূন আহমেদের বেশকিছু নাটকে তাকে পাওয়া গেছে।

ফেরদৌসী আহমেদ লিনা ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন। আজ  দুপুরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার, লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমি এবং লালমোহন মিডিয়া ক্লাবের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাৎ কামনা করে এক শোক বানী দিয়েছেন লালমোহন মিডিয়া  ক্লাবের সভাপতি ইউরো সমাচারের ভোলা ব্যুরো চীফ কবি, প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান ।               

অন্যদিকে ভিয়েনা থেকে প্রকাশিত ইউরো সমাচারের চীফ এডিটর আবিদ হোসেন খান তপন এবং সম্পাদক মাহবুবুর রহমান এক যৌথ শোকবানীতে  ফেরদৌসী আহমেদ লিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও তার  বিদেহী আত্মার মাগফেরাৎ কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।  

 4,989 total views,  1 views today