বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু আরও ১০

ঢাকা থেকে মোঃ সোয়েব মেজবাহউদ্দিনঃ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪৯২ জন।
গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে। আক্রান্ত ব্যক্তি শনাক্তের সংখ্যাও বেড়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ১০১ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২৯৪৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮৫ জন।

করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়। গতকাল ২৬৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
4,746 total views, 1 views today