ভোলাবাসিকে জরুরী সতর্কবার্তা দিয়েছেন জেলা পুলিশ সুপার

ভোলা থেকে, ব্যুরো চীফ রিপনশানঃ করোনা পরিস্থিতিতে সাম্প্রতিক বিভিন্ন দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে দ্বীপজেলা ভোলাবাসির অবগতির জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত সতর্কবার্তায় ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জেলাবাসির প্রতি নির্দেশনা দিয়েছেন
” ভোলা জেলায় বসবাসরত সম্মানিত জনসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, কোন ব্যক্তি যদি মুখ বাধা বা পিপিই পরিহিত অবস্থায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে কোন বাসাবাড়ীতে, দোকানে রাতের বেলা করোনা রোগীর খোঁজ নিতে দরজা খুলতে বলে কেউ দরজা খুলবেন না। এছাড়াও এরূপ কোন বিষয় আপনাদের কাছে সন্দেহজনক মনে হলে তাৎক্ষনিক মোবাইল ফোনে ০১৭৬৯৬৯৫৪৭২ নাম্বারে বা ৯৯৯ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
ইদানিং দেশের বিভিন্ন এলাকা হতে জানা যাচ্ছে, কিছু দুস্কৃতিকারী করোনা ভাইরাসের দোহাই দিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে অপকর্ম করার চেষ্টায় নেমেছে। ভোলা জেলা পুলিশ সর্বদা আপনাদের নিরাপত্তা বিধানে আপনাদের পাশে।”
4,822 total views, 1 views today