করোনা চিকিৎসায় মডিউল কমিউনিটি হাসপাতাল ছেড়ে দিলেন অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট শিশু সার্জন ডাঃ মোঃ রুহুল আমিন কাপাসিয়ার রায়েদ দরগা বাজারের পাশে তার এলাকার মানুষের চিকিৎসার উদ্দেশ্যে মডিউল কমিউনিটি হাসপাতাল নামে একটি অত্যাধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করেন। হাসপাতালটি উদ্বোধনের অপেক্ষায় ছিল।
বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় তিনি তার হাসপাতালটি সরকারের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। নিজ এলাকার মানুষের সেবা দেওয়ার উদ্দেশ্যেই গাজীপুরের কাপাসিয়ায় মডিউল কমিউনিটি হাসপাতাল তৈরি করেছিলেন অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন। এবার করোনাভাইরাস চিকিৎসায় তিনি তার হাসপাতালটি ছেড়ে দিয়ে উদাহরণ সৃষ্টি করলেন।
স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. ইসমত আরার প্রচেষ্টায় কাপাসিয়ার মানুষের প্রয়োজনে ডাঃ আমিন করোনা রোগীদের চিকিৎসার জন্য তার হাসপাতালটি দিতে রাজী হন ।
গত মঙ্গলবার সকালে মডিউল কমিউনিটি হাসপাতালটি স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। হাসপাতালটি এরই মধ্যে করোনা চিকিৎসায় প্রস্তুত করে রেখেছেন ডাঃ আমিন ।
5,131 total views, 1 views today