এক হাজার পরিবারের মধ্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর ত্রাণ বিতরণ

সাভার সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি অসহায় হতদরিদ্র মানুষের মাঝে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার আশুলিয়া থানার বিভিন্ন মহল্লায় খাদ্য সামগ্রী বিতরণ করেন।                                                                                                                                                                                     

এ ব্যাপারে গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস মোঃ তমিজ উদ্দিন তানভীর যানায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুনের অহংকার বিএনপি’র ভাইস চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে,ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় তার জম্মস্থান (ঢাকা-১৯ সংসদীয় আসনের) আশুলিয়া থানার অন্তর্গত বিভিন্ন মহল্লার  কর্মহীন অসহায়, দুস্থ ও দরিদ্র ১০০০ পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়।                                               

 নিরাপদ দুরত্ব বজায় রেখে নিপুন ভাবে এ বিতরণ কাজটি সম্পূর্ণ করতে ভূমিকা রাখে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ খাদ্য সামগ্রী বিতরণের পর আরো বেশী পরিবারের মাঝে পর্যায়ক্রমে কিভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা যায় এ ব্যাপারে তারা প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।

 5,097 total views,  1 views today