একজন সহকর্মীর চির বিদায়

অন লাইন ডেস্ক, থেকে কবির আহমেদঃ বাংলাদেশের প্রথম মহিলা চিত্র সাংবাদিক রোজিনা আক্তার না ফেরার দেশে চলে গেলেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যে কোনো সংবাদ সংগ্রহে ক্যামেরার পিছনে সিনিয়র চিত্র সাংবাদিক রোজিনা আক্তারকে দেখা যেত।
দেশে-বিদেশে যে কোনো প্রান্তে বিটিভির লাইভ টিম যেখানে যেত, তিনিও থাকতেন সেই দলে। খুবই মিশুক, হাস্যজ্জ্বল ছিলেন তিনি। বৃহস্পতিবার নিন্ম রক্তচাপ দেখা দিলে ল্যাব-এইড হাসপাতালে ভর্তি হন। রক্তচাপ কিছুতেই স্বাভাবিকে আসছিলো না। রাতে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন । সহকর্মীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিতে।
5,141 total views, 1 views today