ঢাকার ইসকন মন্দিরে করোনার আক্রমণ !

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ রাজধানীর পুরান ঢাকার স্বামীবাগে ইসকন মন্দিরের পুরোহিত, সেবায়েতসহ ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে তাদের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ শনিবার সকাল থেকে মন্দিরটি লকডাউন করা হয়। ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ্ ইফতেখারুল ইসলাম বলেন, মন্দিরে এই ৩৬ জনই অবস্থান করছিলেন। এর মধ্যে কয়েকজনের সর্দি কাশি হলে সবার পরীক্ষা করায় মন্দির কর্তৃপক্ষ। প্রথম পরীক্ষায় সবারই করোনা পজিটিভ এসেছে।

আগামী সোমবার দ্বিতীয় পরীক্ষা করানো হবে। পুলিশের এই উপকমিশনার জানান, একজন সহকারী উপপরিদর্শক মন্দিরের নিরাপত্তার তত্ত্বাবধানে ছিলেন। নমুনা পরীক্ষা তারও করোনা পজেটিভ এসেছে। গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসকন কর্তৃপক্ষ বহু আগেই মন্দিরে বাইরের কারও প্রবেশ বন্ধ করে দিয়েছিল। যারা ছিলেন তারা সব সময় ভেতরেই অবস্থান করতেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই মন্দিরে বাইরের কোনো লোক নেই। পুরোহিত, ভক্ত ও কর্মচারী মিলে শতাধিক মানুষ মন্দিরে থাকেন। গেন্ডারিয়া থানা এলাকায় এখন পর্যন্ত ৫৫ জন নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন তিনজন।

 4,631 total views,  1 views today