ভোলা জেলায় করোনা আক্রান্তরা যেখান থেকে আসছেন…

ভোলা থেকে, ব্যুরো চীফ রিপন শানঃ ভোলা জেলায় যে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে মনপুরার ব্যক্তি ঢাকার মিরপুর থেকে এসেছেন। আর বোরহানউদ্দিনে শনাক্ত ব্যক্তি কোথা থেকে এসেছেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ভোলা জেলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানিয়েছেন- রাজধানীর মিরপুর থেকে আসা মনপুরার শনাক্ত ব্যক্তির কন্টাক্ট ট্রেসিং করা হয়েছে। তবে বোরহানউদ্দিনের আক্রান্ত মেয়েটির কন্ট্রাক্ট ট্রেসিং এখনও করা সম্ভব হয়নি। এ বিষয়ে কাজ চলছে। ডা. রতন কুমার ঢালী জানান, মনপুরার আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে বোরহানউদ্দিনের আক্রান্ত শনাক্ত মেয়েটি এখনও বাড়িতে রয়েছেন।
ভোলা জেলা এতদিন করোনাভাইরাসমুক্ত থাকলেও ২৩ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার রাতে ভোলায় শেষ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে জেলায় ৯ জনের রিপোর্ট এসেছে। এরমধ্যে দু’জনের করোনাভাইরাস পজিটিভ। তাদের একজন বোরহানউদ্দিন উপজেলার এবং আরেকজন মনপুরার। তিনি আরো জানান, আমরা এখন পর্যন্ত ২৫৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছি। এরমধ্যে ২২৩ জনের পরীক্ষার ফলাফল পেয়েছি।
ভোলায় এখন মোট ৫০৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আর মোট হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছেন ১১৯৭ জন।
5,803 total views, 1 views today