আগামী সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে: প্রধানমন্ত্রী
ঢাকা থেকে মোঃ সোয়েব মেজবাহউদ্দিনঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের স্কুল কলেজ বন্ধ থাকবে। আমরা কোনো ধরনের ঝুঁকি নেব না। আজ সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। শেখ হাসিনা বলেন, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এখন একটাও খুলবে না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সবই বন্ধ থাকবে যদি না করোনা ভাইরাস অব্যাহত থাকে। যখন এটা থামবে তখন আমরা খুলবো।
ব্যাংক ঋণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার ব্যাংক ঋণের সুদ মওকুফের বিবেচনা করবে। অনেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন, কিন্তু করোনাভাইরাসের কারণে এই কয় মাস সবকিছু বন্ধ থাকায় তাদের ঋণের সুদ বেড়ে গেছে। সেটার জন্য চিন্তা করবেন না। কারণে এই সুদ এখনই নেয়ার কথা না। দেশে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে আজ সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর এসব কথা বলেন। তিনি আরও বলেন, সুদগুলো যেন স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায়, এছাড়া কতটুকু আপনারা দিতে পারেন সেটা নিয়ে বিবেচনা করা হবে। তাই এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। এই বিষয়ে আমি অর্থমন্ত্রীর সঙ্গে বসবো।
4,334 total views, 1 views today