চলে গেলেন প্রখ্যাত প্রকৌশলী বিজ্ঞানী শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী

ভোলা থেকে, ব্যুরো চীফ রিপন শানঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশবরেণ্য প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
২৮ এপ্রিল ২০২০ ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে জরুরি চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
১৯৯৬ সালের নির্বাচনের আগে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী মৃত্যু পর্যন্ত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ছিলেন। তিনি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। ২০১৮ সালে সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়। দেশের প্রথম মেগা প্রকল্প বঙ্গবন্ধু সেতু নির্মাণে ৫ সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান ছিলেন তিনি। আর এখন পদ্মার ওপরে দেশের সবচেয়ে বড় যে সেতু তৈরি হচ্ছে, সেই প্রকল্পের আন্তর্জাতিক পরামর্শক প্যানেলেরও নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ চলমান নানা উন্নয়ন প্রকল্পেও বিশেষজ্ঞ প্যানেলের নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি।
২০১৭ সালে একুশে পদক লাভ করেন দেশের বরেণ্য শিক্ষাবিদ প্রযুক্তিবিদ জামিলুর রেজা চৌধুরী।
অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী জন্মগ্রহণ করেন ১৫ নভেম্বর ১৯৪২ সালে। সিলেটে। মারা গেলেন ২৮ এপ্রিল ২০২০।
বাঙালি সাংস্কৃতিক বন্ধন, বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন, সেভ দ্য রোড, পদক্ষেপ বাংলাদেশ, লালমোহন মিডিয়া ক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্মার শান্তি কামনা করেছে।
অন্যদিকে ভিয়েনা থেকে প্রকাশিত ইউরো সমাচার পত্রিকার চীফ এডিটর আবিদ হোসেন খান তপন এবং সম্পাদক মাহবুবুর রহমান এক যৌথ শোক বানীতে জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
5,535 total views, 1 views today