অষ্ট্রিয়া, ভিয়েনার মুস্তারি ক্যাশ এন্ড ক্যারি এবং সবুজ বাংলার সহযোগিতায় নড়াইলে সবজি বিতরন

নড়াইল থেকে নিজস্ব প্রতিনিধিঃ নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে এবং ভিয়েনার মুস্তারি ক্যাশ এন্ড ক্যারি এবং সবুজ বাংলার সহযোগিতায় নড়াইলে ত্রান হিসেবে সবজি বিতরন করা হয়েছে ।
গত ২৪ এপ্রিল শুক্রবার নড়াইল শহরের রুপগঞ্জে মুস্তারি কমপ্লেক্সের সামনে ৮ প্রকারের সবজি প্রায় ২০০ পরিবারের মাঝে বিতরন করা হয় । বিতরণ কালে ভিয়েনার মুস্তারি ক্যাশ এন্ড ক্যারির সত্ত্বাধিকারী ইকবাল মুস্তারির ছোট ভাই ব্যবসায়ী এবং সমাজ সেবক ফায়সাল মুস্তারি বলেন, আমার পরিবার ও বোনের পরিবারের অনেকেই অষ্ট্রিয়া প্রবাসী । তাদের কথামত আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ।যতদিন এই মহামারী করোনার প্রাদুর্ভাব আছে ততদিন আমরা প্রতি শুক্রবার নিম্ন আয়ের মানুষের জন্য বিনামুল্যে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের এই কর্মী বাহিনী আপনাদের পাশে থাকবে ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, সহকারী ভূমি কর্মকর্তা কৃষ্ণা রায়, নড়াইল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শাশিমুল ইসলাম টুলু,স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব, যায়যায় দিনের নড়াইল প্রতিনিধি আল-আমিন, ভিয়েনার সুবুজ বাংলার সত্ত্বাধিকারী সবুজ মুস্তারি প্রমুখ ।
4,092 total views, 1 views today