শতাধিক অসহায় পরিবারকে ইফতার দিয়েছেন সাংবাদিক মিঠুন সরকার

সাভার সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: অসাম্প্রদায়িক বাংলাদেশের আরেকটি নজির স্থাপন করলেন দৈনিক সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার(ক্রাইম) মিঠুন সরকার। পবিত্র রমজানে নিজ এলাকার শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার নিয়ে পাশে দাঁড়িয়েছেন তিনি। নিজ এলাকা সাভারের বাড্ডা ভাটপাড়ার অসহায় পরিবারসহ ও আশপাশের এলাকাতে শতাধিক পরিবার কে ইফতার বিতরণ করেন তিনি।
শনিবার(০২ মে) অসহায়দের হাতে এসব ইফতার সামগ্রী তুলে দেন তিনি। পরিবারের চাহিদা মাফিক খাবারের প্যাকেট হাতে নিয়ে বাড়ি ফিরছেন। সেই প্যাকেটে রয়েছে মুরগীর মাংসের ভুনা খিচুড়ি। এমন দৃশ্যই দেখা গেল ঢাকার সাভারের বিভিন্ন এলাকায়। এ বিষয়ে সাংবাদিক মিঠুন সরকার বলেন, ভুনা খিচুড়ি বিতরণের মানবিক এই কর্মসূচী নিয়েছি। যাতে সাধারণ খেটে খাওয়া মানুষ অন্তত সারা দিন সিয়াম সাধনার পরে ভালো কিছু খাবার খেতে পারেন। ইফতার ছাড়াও করোনা পরিস্থিতিতে বেশ কয়েকটি কর্মহীন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। করোনার প্রকোপ যতদিন থাকবে ততদিন সাধ্যমতো অসহায়দের পাশে থাকব।
এলাকাবাসী জানান, অসহায় মানুষদের নানাভাবে সহযোগিতা করে থাকেন সাংবাদিক মিঠুন সরকার। এবার তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশের আরেকটি নজির স্থাপন করলেন। তার প্রতিষ্ঠিত সংস্থা এন্টি ড্রাগ অ্যালায়েন্স মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। নিজে অন্য ধর্মের অনুসারী হয়েও অসহায় মুসলিম পরিবারের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
5,265 total views, 1 views today