ঢাকায় করোনায় মারা গেলেন প্রাক্তন প্রধান শিক্ষক

 ঢাকা থেকে শাহনুর আক্তার জলিঃ ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক  আবুল হাসনাত ফারুক(৭৫) গতকাল ১ মে ঢাকার মুগদা সরকারী হাসপাতালে করোনায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন )।                                               

তিনি দীর্ঘদিন যাবৎ ব্রেইন স্ট্রোক, ডায়াবেটিস, কিডনি, হাইপারটেনশন ইত্যাদি রোগে ভুগছিলেন। সম্প্রতি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাঁকে মুগদা সরকারী হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।                  

তিনি প্রথম শিক্ষকতা শুরু করেছিলেন ঢাকার খিলগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক হিসাবে। তিনি ঢাকার শান্তি নগরের স্থায়ী বাসিন্দা ছিলেন। পরে রাতে মিরপুর বুদ্ধিজীবি গোরস্তান সংলগ্ন আরেকটি কবরস্থানে তাঁকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে।

 5,480 total views,  1 views today