মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক কাজলের মুক্তি না হওয়ায় অনলাইন প্রেস ইউনিটির নিন্দা
সমাচার ডেস্কঃ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের মুক্তি না হওয়ায় অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি এ্যাড. নূর নবী পাটোয়ারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা এক যুক্ত বিবৃতিতে নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়- ৩ মে সারা বিশ্বে করোকালের ধারাবাহিকতায় বাংলাদেশে সাংবাদিক ও সংবাদপত্রের জন্য গুরুত্ববহ এই দিনটি পালিত না হলেও দিবসটিকে কেন্দ্র করে লেখালেখি অব্যহত ছিলো; কিন্তু সেইদিন নির্মমভাবে বিবেক হিসেবে খ্যাত সাংবাদিককে হ্যান্ডকাপ পড়িয়ে অপরাধীর মত করে জাতির সামনে-বিশ্বের সামনে উপস্থাপন শুধু গর্হিত কাজই নয়; অন্যায়ও। আর এই অন্যায়ের সাথে জড়িতদের বিচারের পাশাপাশি সকল মিথ্যে-বানোয়াট মামলা থেকে অব্যহতি দিয়ে অনতিবিলম্বে মুক্তি দেয়ার দাবী জানাচ্ছি। তা না হলে লকডাউন ভেঙ্গে আন্দোলনে নামতে বাধ্য হবে বাংলাদেশের অনলাইন-প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদযোদ্ধারা। একই সাথে আলোকিত বাংলাদেশ, এস এ টিভি সহ গণমাধ্যমের ছাটাইকৃত সংবাদযোদ্ধাদেরকে চাকুরিতে বহাল করার দাবী জানাচ্ছি।
5,038 total views, 1 views today