মুনতাসীর মামুন করোনা ভাইরাসে আক্রান্ত
ঢাকা থেকে মোঃ সোয়েব মেজবাহউদ্দিনঃ প্রখ্যাত ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুনের করোনা রিপোর্ট পজিটিভ। আজ সোমবার দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে খবরটি নিশ্চিত করেছেন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান এবং হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক কমিটির সভাপতি সদস্য প্রফেসর ডা. মনিলাল আইচ লিটু। তিনি বলেন, মুনতাসীর মামুন করোনাভাইরাসে আক্রান্ত। আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে। তার শারীরিক অবস্থা ভালো না। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তিনি চোখেও ঠিকমতো দেখতে পাচ্ছেন না। তার অক্সিজেন স্যাচুরেশন অনেকটা কমে গেছে। তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এর আগে রবিবার সন্ধ্যায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মুগদা হাসপাতালে ভর্তি হন অধ্যাপক মুনতাসীর মামুন।
5,275 total views, 1 views today