সাভারে অবৈধ জীবানুনাশক কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট
সাভার সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: আজ সোমবার ৪ মে সাভার উপজেলার হেমায়েতপুরের হরিণধরা এলাকায় অনুমোদনহীন ও নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন ধরনের জীবানুনাশক উৎপাদন কারখানায় অভিযান চালিয়েছেন সাভার উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ। এসময় অবৈধভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি এবং সরবরাহ করার দায়ে “ইয়ামানা কেমিক্যালস লিঃ” নামক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা সহ কারখানা সিলগালা করে দেন এবং জব্দকৃত মালামাল ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ। এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ জানান কিছুদিন পূর্বে জীবানুনাশক কিনতে গিয়ে নকল পণ্যের বিষয়টি তার নজরে আসে, সন্দেহ হলে খোঁজ নিয়ে জানতে পারেন প্রতিষ্ঠানটি অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ সহ বিভিন্ন ধরনের নকল জীবানুনাশক তৈরি করে সাভারের বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিল। তাদের এই জঘন্যতম অপরাধ রুখে দিতে আজ সোমবার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় ও প্রতিষ্ঠানটি সিলগালা করে ১৫ হাজার টাকা জরিমানা সহ জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
5,125 total views, 1 views today