হবিগঞ্জের জেলা প্রশাসক সহ প্রশাসনের আরও ৪ জন করোনায় আক্রান্ত !

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে তিনিসহ জেলা প্রশাসনের মোট পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। সোমবার ৪ মে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ঢাকা থেকে রিপোর্ট পজেটিভ এসেছে। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। তবে আজ পুনরায় তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। জনাব কামরুল হাসান একজন দক্ষ জেলা প্রশাসক হিসাবে তার কর্ম পরিকল্পনা হবিগঞ্জের সর্বত্র বেশ প্রশংসিত হচ্ছে। বর্তমান মহামারীর আপদকালীন দূর্যোগে তিনি সারাক্ষণই সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
4,843 total views, 1 views today