করোনার উপসর্গ নিয়ে সময়ের আলোর আরও এক সাংবাদিকের মৃত্যু
ঢাকা থেকে মোঃ সোয়েব মেজবাহউদ্দিনঃ করোনার উপসর্গ নিয়ে দৈনিক সময়ের আলোর আরও এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তার নাম মাহমুদুল হাকিম অপু। তিনি পত্রিকার সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল মঙ্গলবার ভোরে তার স্ত্রী সেহরির জন্য ঘুম থেকে ডাকতে গেলে তাকে মৃত অবস্থায় পান। ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান বলেন, মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ নিয়ে বাসায় ছিলেন। আজ বুধবার ভোর রাতে তিনি মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে আইইডিসিআর। রিপোর্ট আসলে বোঝা যাবে উনার করোনা ছিল কিনা।
পত্রিকাটির এই সিনিয়র রিপোর্টার জানান, আমাদের পত্রিকার খোকন ভাই মারা যাওয়ার পর বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও অনেকে করোনা উপসর্গ নিয়ে বাসায় রয়েছেন। এর আগে গত ২৮ এপ্রিল পত্রিকাটির সিটি এডিটর ও চিফ রিপোর্টার হুমায়ুন কবির খোকন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
5,423 total views, 1 views today