কক্সবাজারে চলন্ত গাড়িতে কিশোরীকে জবাই করে হত্যা
ঢাকা থেকে মহিবুর রহমান আদনানঃ কক্সবাজারের চকরিয়ায় চলন্ত গাড়িতে এক কিশোরীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার লাশ সড়কের ওপর ফেলে দেয়া হয়। আজ বুধবার ৬ মে রাত ১০টার দিকে চকরিয়া-পেকুয়া-বাঁশখালী সড়কের চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মরং ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১৫/১৬ বছর হবে।
কোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল হক সিকদার ইউরো সমাচারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, রাত ১০টার দিকে একটি সিএনজিচালিত বেবি টেক্সি থেকে ওই কিশোরীর জবাই করা লাশ ফেলে দেয়া হয়। তার মুখউড়না দিয়ে পেচানো ছিল। কোনাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা জানান, হয় তো ওই কিশোরীকে গাড়িতেই হত্যা করে ওই জায়গায় নিয়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান ইউরো সমাচারকে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। গাড়িটি আটক করার চেষ্টা চলছে।
5,381 total views, 1 views today