লালমোহনে ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালিয়ে সরকারি চাল উদ্ধার করলেন এমপি শাওন

 জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনের ফরাজগঞ্জ ইউনিয়নের এক ব্যবসায়ীর বাড়ি থেকে সরকারি ৮ বস্তা চাল উদ্ধার করেছে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মালেগো বাড়ির সামছুদ্দিনের ঘর থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি চাল জব্দ করে ব্যবসায়ী সামছুদ্দিনের এক মাসের কারাদন্ড দেন।                                                
জানা গেছে, ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী গ্রামের সামছুদ্দিনের ঘরে সরকারি চাল রয়েছে অভিযোগ পেয়ে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন সরাসরি ওই বাড়িতে যান। তিনি ঘরের মালিক সামছুদ্দিনের কাছে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪টি কার্ড পান। ওই সব কার্ড রেখে সামছুদ্দিন চাল তুলেছিলেন। এছাড়া নুরুল হক ড্রাইভারের কাছ থেকে ৩ মন চাল ক্রয় করেন। এসব চাল অবৈধভাবে ঘরে রেখেছেন সামছুদ্দিন। পরে এমপি শাওন ইউএনওকে জানালে ইউএনও হাবিবুল হাসান রুমি ৮ বস্তা চাল জব্দ করেন এবং সামছুদ্দিনকে এক মাসের কারাদন্ড দেন।

 5,381 total views,  1 views today