তজুমদ্দিনে কোষ্টগার্ডের অভিযানে বেহুন্দি জাল আটক
শরীফ আল-আমীন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনের কোষ্টগার্ড মেঘনায় অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দি ও কারেন্ট আটক করেন। পরে আটককৃত জাল শশীগঞ্জ স্লুইজগেট এলাকায় আগুণে পুড়ে নষ্ট করা হয়।
তজুমদ্দিন কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আসাদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল থেকে মেঘনার কামারখাল, কোপখালী ও ৮নং চর এলাকায় অভিযান চালিয়ে ৪টি অবৈধ বেহুন্দি জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেন। পরে আটককৃত জাল শশীগঞ্জ স্লুইজগেটে আগুণে পুড়ে ধ্বংস করা হয়।
5,723 total views, 1 views today