বাংলাদেশে করোনায় একদিনেই আক্রান্ত হাজার ছাড়াল,মৃত্যু ১১
ঢাকা থেকে মহিবুর রহমান আদনান: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৯ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৩৪ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ১৫ হাজার ৬৯১ জন। একদিনে রোগী শনাক্তের হিসাবে এটাই সর্বোচ্চ। এছাড়া নতুন করে ২৫২ জনসহ মোট ২ হাজার ৯০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আজ সোমবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
4,769 total views, 1 views today