ঢাকার বেসরকারী মেডিকেল কলেজের অধ্যক্ষের করোনায় মৃত্যু!

 অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ সোমবার ১১ই মে সকাল সাড়ে এগারোটার দিকে বেসরকারী নর্দান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আনিসুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সব উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।                                 

জানা গেছে তিনি  করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে পরীক্ষার জন্য ঘুরেও করোনা টেস্ট করাতে পারেন নি। অবশেষে ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে করোনা টেস্টের পূর্বেই মৃত্যু বরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক ডিপার্টমেন্টের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ তার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

 5,507 total views,  1 views today