জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ উপ-পরিচালক,উপ-সচিব করোনায় আক্রান্ত

অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক (উপ-সচিব) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার করোনা পরীক্ষায় পজিটিভ হয়ে বর্তমানে আইসোলেশনে আছেন। বুধবার (১৩ মে) তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। রাতে তিনি নিজেই সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত পরশু রাত থেকে শরীর সামান্য ব্যথা ছিল। গতকাল একটু জ্বর-সর্দি থাকায় আজ সকালে স্কয়ার হাসপাতালে টেস্ট করি। পরে বিকেলে হাসপাতাল থেকে ফোনে জানানো হয় রেজাল্ট পজিটিভ এসেছে। আগামীকাল সকালে অফিসিয়াল রিপোর্ট দেয়া হবে। এখন হোম কোয়ারেন্টাইনে আছি। মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে দেশে সাধারণ ছুটি চলছে। বেশিরভাগ সেবা প্রতিষ্ঠান যখন বন্ধ রয়েছে। ঠিক তখনই করোনার স্বাস্থ্যঝুঁকি নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রতিদিন মাঠে অভিযান করছেন ভোক্তা অধিদফতরের এ উপ-পরিচালক।
চলমান করোনা পরিস্থিতিতে সৃষ্ট সংকট ও রোজা ও আসন্ন ঈদুল ফিতরে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল, সরবারহ নিশ্চিতে কাজ করছেন। সঙ্গে অধিদফতরের একঝাঁক তরুণ কর্মকর্তাদের ভোক্তা সেবায় উৎসাহ দিচ্ছেন। জনাব মঞ্জুর একজন সৎ ও সাহসী কর্মকর্তা হিসাবে ডিপার্টমেন্টে সুপরিচিত আছেন। বিগত সময়ে কয়েকটি বড় বড় ভেজাল বিরোধী খাদ্য অভিযানে সফল নেতৃত্ব দিয়ে জনগণের জন্য স্বাস্থ্য সম্মত খাবার সরবরাহ নিশ্চিত করতে সচেষ্ট ছিলেন।
4,364 total views, 2 views today