অধ্যাপক ড.আনিসুজ্জামান করোনা আক্রান্ত ছিলেন

  ঢাকা থে‌কে ম‌হিবুর রহমান আদনান: লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাতে তার করোনা টেস্টের রিপোর্ট পাওয়া গেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
বৃহস্পতিবার রাতে তার ছেলে আনন্দ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজকে সকালে আব্বার নমুনা নেয়া হয়। পরে বিকালে মারা যাওয়ার পরও নমুনা নেয়া হয়েছে। একটু আগে জানতে পারলাম, রেজাল্ট পজেটিভ এসেছে।’ গতকাল অধ্যাপক ড. আনিসুজ্জামানের শরীরে জ্বরের মাত্রা অনেক বেশি উঠেছিল। তাই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন তার করোনা টেস্টের। সেটারই ফলাফল আজকে পাওয়া গেছে।

 5,343 total views,  1 views today