সাভার থানা বিএনপির সভাপতি আলালের খাদ্য সামগ্রী বিতরণ

সাভার সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে সাভার থানা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান আলালের করোনায় বিপর্যস্ত, অসহায় হতদরিদ্র, দিনমজুর ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ।  

আজ রবিবার (১৭ই মে) সাভার থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ওমর আলী মাস্টার প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কার্যক্রম শুরু করেন। প্রায় ১২০০ মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈল, সেমাই ও চিনি বিদ্যমান। এ বিষয়ে সাভার থানা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান আলাল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার  আদেশক্রমে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস- চেয়ারম্যান তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশনায় করোনা ভাইরাসে‌ বিপর্যস্ত, অসহায় হতদরিদ্র, দিনমজুর, কর্মহীন মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিরুলিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এই খাদ্য সামগ্রী। আমাদের বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।                                                                             

এসময় উপস্থিত ছিলেন সাভার থানা যুবদলের সভাপতি গোলাম হোসাইন ডালিম, সাভার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদ মিয়া সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

 5,606 total views,  1 views today