ঢাকা দক্ষিণের মেয়রের একান্ত সহকারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নাসিরুল হাসান সজীব
ভোলা থেকে, ব্যুরো চীফ রিপন শানঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের একান্ত সহকারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন, ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুল হাসান সজীব ।
অত্যন্ত ক্লিন ইমেজের সাবেক ছাত্রনেতা সজীবের এই নিয়োগ প্রাপ্তিতে খুশির জোয়ার বইছে ধানমন্ডি থানা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মাঝে ।
বিশ্বস্ত সুত্র বলছে- সজীবকে এপিএস নিয়োগ দিয়ে একটি দারুণ কাজ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মহোদয় । তিনি জিনিয়াস চিনতে ভুল করেননি । দক্ষিণ ঢাকাবাসীর নাগরিক সুযোগ-সুবিধা ও মানবিক কর্মসূচি বাস্তবায়নে এপিএস সজীব মেয়র মহোদয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে ।
উল্লেখ্য, রাজধানীর ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে নাসিরুল হাসান সজীব ছাত্ররাজনীতির প্রথম ফোকাসে আসেন । এরপর বৃহত্তর ধানমন্ডি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে বিভিন্নক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়ে এমপি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সুনজরে আসেন । ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে ছাত্রলীগের সাংগঠনিক রাজনীতিতে তার অবদান অনেক ।
নারায়ণগঞ্জের সন্তান নাসিরুল হাসান সজীব ছাত্রত্বের ধাপে ধাপে রাজধানীর মতিঝিল মডেল হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ ও দারুল ইহসান ইউনিভার্সিটির মেধাবী ছাত্র ছিলেন । ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মহোদয়ের নবনিযুক্ত এপিএস নাসিরুল হাসান সজীব সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে ঢাকা সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হাসান লিনাজ বলেন- একজন প্রকৃত দক্ষ যোগ্য ক্বরিতকর্মা লোক সজীব ভাই । তিনি মেয়র মহোদয় এবং দক্ষিণ ঢাকাবাসীকে তার সেরা সেবাটাই দেয়ার চেষ্টা করবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ।
4,726 total views, 1 views today