আজ নাজিম উদ্দিনের ৩য় মৃত্যু বার্ষিকী

ঢাকা থেকে মোঃ সোয়েব মেজবাহউদ্দিনঃ মোঃ নাজিম উদ্দিন, লালমোহন ফাউন্ডেশনের একজন ত্যাগী সংগঠক । যার স্মৃতী কখনও ভুলতে পারবনা। যার ছবি চোখের সামনে পড়লেই পুরানো অনেক কথা মনে পরে যায়। তার প্রানবন্ত হাসি যে কোন লোককেই মুগ্ধ করে দিত। আর কখনও আমাদের মাঝে আসবেন না।এক মর্মান্তিক সড়ক দূর্ঘনায় ৩ বছর আগে ২০১৭ সালের ১৭ মে যাত্রাবাড়ী ফ্লাইওভারে দুই বাসের প্রতিযোগিতায় মটর সাইকেল আরোহী সাংবাদিক মোঃ নাজিম উদ্দিনকে চাপা দেয়। ঘাতক বাস তার প্রান কেড়ে নেয়।
আমাদের চোখের জ্বলে ভাসিয়ে সে চলে যায় না ফেরার দেশে। আর কখনও মিটিং এর জন্যও ডাকবেন না তাও জানি। আপনি চলে গেলেন মহান আল্লাহ তায়ালার মেহমান হয়ে। আপনার চলে যাওয়াটা আজ তিন বছর হলো। অথচ আমরা পারিনি আপনার হত্যাকারীর বিচার করতে। ক্ষমা করবেন আমাদের। ভালো থাকবেন ওপারে। মহান আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন,আমিন।
4,810 total views, 1 views today