সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় ছাত্রদল নেতা-সজীবের খাদ্য সামগ্রী বিতরণ

সাভার সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় হতদরিদ্র, দিনমজুর, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাভার পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সজীব মুরসালিন।
আজ মঙ্গলবার (১৯ই মে) সকালে কোটবাড়ি এলাকার প্রায় ২০০ শতাধিক মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, পোলার চাল,ডাল, পেঁয়াজ, লবণ, সেমাই, চিনি, মনাক্কা, চানাচুর, মুরালি, ও একটি করে মুরগি বিতরণ করা হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর প্রথম থেকেই পৌরসভার বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে, খাদ্য সামগ্রী বিতরণ, ইফতার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম করে আসছেন ছাত্র দল নেতা সজীব মূরসালিন।

এ বিষয়ে ছাত্রদল নেতা সজিব মুরসালিন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদেশক্রমে, বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির অনুপ্রেরণায়, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হাজী মাসুম ভাইয়ের দিকনির্দেশনায়, আমার নিজ অর্থায়নে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভবিষ্যতে কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি।
5,431 total views, 1 views today