অসহায় মানুষের পাশে দানবীর রঞ্জিত ঘোষ

সাভার সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় হতদরিদ্র, দিনমজুর, গরীব দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত ঘোষ। সাভারের বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত ঘোষের নিজস্ব অর্থায়নে গঠিত তহবিল থেকে সাভারের বিভিন্ন স্থানে আজ পর্যন্ত ২৭,৫৭৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার ১৯ই মে সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাজী মোকমাপাড়া মন্দিরের সামনে ও নামাবাজার স্বর্ণ পট্টির স্বর্ণের কারিগরদের মধ্যে এবং সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইমান্দিপুর চৌরাস্তা বহুবলি বাগানে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত ঘোষ। খাদ্য সামগ্রীর মধ্যে আছে চাল, বুটের ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল, আলু পেয়াজ, তেল, লবণ, চিনি, কাপড় ধোয়ার গুড়া সাবান, বল সাবান সহ ১২ ধরনের আইটেম।

এ বিষয়ে ব্যবসায়ী রঞ্জিত ঘোষ জানান, মানুষ মানুষের জন্য, সেবাই পরম ধর্ম। আমি মানুষের কষ্ট সহ্য করতে পারিনা। আমি যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি। বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। যেখানেই মানুষ কষ্ট করবে আমি সেখানেই হাজির হব। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।
5,769 total views, 1 views today