ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে তজুমদ্দিনে মৎস্য খাতে ব্যাপক ক্ষতি

শরীফ আল-আমীন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে জোয়ারের পানিতে তজুমদ্দিনে মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারের পানিতে মৎস্য ঘেরের অবকাঠামো, ভেসে যাওয়া মাছ, জাল নৌকাসহ প্রাথমিকভাবে উপজেলা মৎস্য অফিস প্রায় এক কোটি টাকার বেশি ক্ষতির পরিমান নির্ধারণ করেছে। চর মোজ্জাম্মেলের মৎস্য চাষী রফিকুল ইসলাম মুন্সি বলেন, এক একর জমিতে মৎস্য চাষ করেছেন। জোয়ারের পানিতে মাছের ঘের ডুবে যাওয়ায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা মৎস্য অফিসার মাহফুজুর রহমান বলেন, গত বুধবার ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে জোয়ারের পানিতে উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চলগুলো জোয়ারের পানিতে প্লাবিত হয়। এতে চর জহির উদ্দিন, চর মোজ্জাম্মেল, চর নাসরিন, তৈলিয়ার চর, সিডার চর ও উপজেলা মূল ভূখন্ডের বেড়িবাঁধ সংলগ্ন ১৫০টি মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে যায়। ভেসে যাওয়া মাছসহ ঘেরের অবকাঠামোর ক্ষতি হয়েছে প্রায় ৯০ লক্ষ টাকা ।
এছাড়া জোয়ারের চাপে বিভিন্ন ঘাটে বেঁধে রাখা ২০টি নৌকা ও ৫০ হাজার মেঃ টন জালের ক্ষতি হয়। যার ক্ষতির পরিমান প্রায় ৩৫ লক্ষ টাকা। সবমিলিয়ে মৎস্য খাতে প্রায় এক কোটি ২৫ লক্ষ টাকা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিধারণ করা হয়। যা অধিদপ্তরে পাঠানো হবে।
4,845 total views, 1 views today