PSKF কক্সবাজার শহর শাখার উদ্যোগে ইফতার বিতরণ

কক্সবাজার থেকে আশিকুল ইসলাম আশিকঃ বাংলাদেশ পথশিশু কল্যাণ ফাউন্ডেশন, কক্সবাজার শহর শাখার উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার বিতরন সম্পন্ন হয়েছে।

করোনা পরিস্থিতিতেও সারা বাংলাদেশে সুবিধাবঞ্চিত,অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে পথশিশু কল্যান ফাউন্ডেশন।

যার অংশ হিসবে কক্সবাজার শহর শাখার আহবায়ক তাহসিন হাসান এর নেতৃত্বে সুবিধাবঞ্চিতদের জন্য প্রতিষ্ঠিত অদম্য স্কুল-৮ এর শিশুদের মাঝে ইফতার বিতরন করা হয়।।

এ সময় উপস্থিত ছিলেন জেলার অর্থ সম্পাদক নুরুল আবছার,শহর শাখার সদস্য আরহাম আবিদ,ইয়াছিন আরফাত,আব্দুল করিম,রাফিসহ আরো কয়েকজন।।

ইফতার বিতরন কার্যক্রম সার্বিক সহযোগিতা করার জন্য উক্ত কমিটির উপদেষ্টা ও কক্সবাজার জেলা ছাত্রলীগের কারা-নির্যাতিত ছাত্রনেতা আবিদ কাসেম এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন কক্সবাজার শহর শাখার আহবায়ক তাহসিন। তিনি আরও বলেন যে, এই ধরনের নতুন নতুন উদ্যোগ ও সমাজসেবা চলমান রবে।

কক্সবাজার জেলা সভাপতি ইয়াছির আরফাত জানান- এই মহামারি অবস্থায়ও শহর শাখার তরুনরা সুবিধাবঞ্চিতদের কে ইফতার বিতরন করেছে যা সত্যি প্রশংসনীয় উদ্যোগ। আশা করি ভবিষ্যতেও তারা এইসব অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন ইউরো সমাচার পত্রিকাকে ।

 

 6,533 total views,  1 views today