কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান ক্রয়ের জন্য উম্মুক্ত লটারীর আয়োজন করলেন এমপি শাওন

 জাহিদুল ইসলাম দুলাল,লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় আসীন হয়েছে। জননেত্রী শেখ হাসিনা যে কোন পরিস্থিতি নিরসনে দূরদর্শিতার সাথে এগিয়ে যাচ্ছেন। বিশেষ করে করোনা প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনা বরাবরের মতো দক্ষতার পরিচয় দিয়েছেন। কৃষি বান্ধব দেশে কৃষকের কল্যানে শেখ হাসিনার অবদান অপরিসীম।                 

২২ মে শুক্রবার লালমোহন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গণে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ/২০২০ মৌসুমে কৃষক নির্বাচনের লক্ষে উন্মুক্ত লটারী আয়োজনে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত আলোচনায় এমপি শাওন আরও বলেন কৃষকেরাই দেশের অমূল্য সম্পদ। তারা তাদের মাথার ঘাম পায়ে ফেলে দেশকে আজ খাদ্যে স্বয়ংসস্পূর্ণ করছেন।                        

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহি অফিসার হাবিবুল হাসান রুমি, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম শাহাবুদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা খানম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন ও উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মুখলেছুর রহমান হাওলাদার প্রমুখ।

 6,236 total views,  1 views today