করোনায় মারা গেছেন এস আলম গ্রুপের পরিচালক

ঢাকা থেকে মহিবুর রহমান আদনান: করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন এস আলম গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোরশেদুল (৬৫)। গতকাল শুক্রবার ২২ মে রাত সাড়ে দশটার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মোরশেদুল আলম চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই। হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বিষয়টি নিশ্চিত করেন।
গত সোমবার তিনিসহ এস আলম পরিবারের ছয় সদস্যের শরীরে করোনা ধরা পড়ে। পরিবারের আরো এক সদস্য হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা হোম কোয়ারেন্টাইনে।
গত ১৭ মে মোরশেদুল আলমসহ তার পরিবারের ৬ সদস্যের করোনা পজেটিভ ধরা পড়ে। এর মধ্যে মোরশেদুল আলমের শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিলো। বৃহস্পতিবার প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামের করোনার জন্য বিশেষায়িত জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন তিনি। শুক্রবার সারাদিন শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার হার্ট অ্যাটাক হয়। এরপর রাত সাড়ে দশটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে সুগন্ধা আবাসিক এলাকায় তাদের বাসস্থানটি লকডাউন অবস্থায় আছে।
5,219 total views, 1 views today