ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে ক্ষয় ক্ষতির পরিমান ১৭ কোটি ১৫ লক্ষ ৬৩ হাজার টাকা
বাধন রায়,ঝালকাঠি থেকেঃ ঝালকাঠি জেলার ঘূর্ণিঝড় আম্ফানে আঘাতে বিভিন্ন সেক্টরে ১৭ কোটি ১৫ লক্ষ ৬৩ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভা এলাকা থেকে জেলা প্রশাসনকে ক্ষয় ক্ষতির বিবরণসহ শুক্রবার এ তথ্য প্রদান করা হয়েছে।
ঝালকাঠি জেলায়া ১৩৪টি বসতঘর সম্পূর্ণ বিনষ্ট হয়েছে, যার ক্ষতির পরিমান ১ কোটি ১৬ লক্ষ টাকা এবং আংশিক ১৯৯৪ ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায়ে ৯ কোটি ২৬ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। জেলায় ২৬২ টি হাসের খামার আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ লক্ষ ৫১ হাজার টাকা এবং মুরগীর খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় ১৮ লক্ষ ৭৩ হাজার টাকার ক্ষতি হয়েছে। জেলার ৪৪০৫ হেক্টরের জমিতে চাষাবাদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যাহার ক্ষতির পরিমান ৩ কোটি ৭১ লক্ষ ৫২ হাজার টাকা। ৩১১ হেক্টরে আউশ ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় ৭ লক্ষ ৩৪ হাজার টাকার ক্ষতি হয়েছে।
মৎস সেক্টরের ১৬৫ হেক্টরে মাছের চাষ আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় ৪৯ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। জেলার দুটি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। জেলার ৫.২৮ কি:মি: বিদুৎ লাইন আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় ১৪ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। জেলায় ১৮ কি.মি হেরিংবন সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে ৩লক্ষ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং ১৪৯.৯৩ কি.মি কঁাচা সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ কোটি ৪৯ লক্ষ ৯৩ হাজার টাকার ক্ষতি হয়েছে। জেলার ৭.৪৭২ কি.মি বেরিবাধ আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। জেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় ২৫ লক্ষ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
5,906 total views, 1 views today