ঝালকাঠিতে ৩ শতাধিক বাস হেলপার ও সুইপারভাইজারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

ঝালকাঠি থেকে,বাধন রায়ঃ ঝালকাঠি বাস টার্মিনাল চত্বরে ৩ শতাধিক বাস হেলপার সুইপারভাইজারদের মাঝে করোনা পরিস্থিতে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করেছেন ঝালকাঠির জেলা প্রসাসশাসক মোঃ জোহর আলী ।
গতকাল ২৩ মে শনিবার সকাল ১১ টার সময় ত্রান সামগ্রী তুলেদেন জেলা প্রশাসক । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বাস মালিক সমিতির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ সরদার মোঃ শাহ আলম, পৌর মেয়র আলহাজ লিয়াকত আলী তালুকদার, বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির এবং বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহাদুর চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
এদিকে ঝালকাঠি জেলায় করোনায় এপর্যন্ত ৩৪ জন আক্রান্ত, ১ জনের মৃত্যু, এবং ১২জন সুস্থ্য হয়েছে ।ঝালকাঠি জেলায় শনিবার পর্যন্ত ৭৯৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং ৭১৬ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৩৪ জনের রিপোর্ট পজেটিভ ও ৬৮২ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। জেলায় শনিবার পর্যন্ত ১৬৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এ পর্যন্ত ১১০২ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ৯৩৯ জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। জেলায় এপর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে এবং ১২জন সুস্থ্য হয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা: শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য জানিয়েছেন।
5,251 total views, 1 views today